বারাসত: টানা প্রায় এক দশক ঘরছাড়া থাকার পর শাসনে নিজের বাড়িতে ফিরলেন একদা দাপুটে সিপিএম নেতা মজিদ আলি ওরফে মজিদ মাস্টার৷ বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মজিদ মাস্টার৷ জ্বরে আক্রান্ত ছিলেন৷ বুধবার বারসতের হাসপাতাল থেকে মজিদ মাস্টার শাসনের বাড়িতে ফেরেন৷ তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয়রা৷ তবে, বাড়ি ফিরলেও সাংবা মাধ্যমে এড়িয়ে যান তিনি৷
শাসন ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গত বছর পাঁচেক আগে ইংরেজিতে এমএ করেন৷ বিদেশি সাহিত্যের প্রতি তাঁর টান থেকে ইংরেজিতে এমএ করার সিদ্ধান্ত নেন শাসন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি৷ সিপিএমের জেলা কমিটির প্রাক্তন সদস্য মজিদ মাস্টারের নির্দেশে একসময় ‘বাঘে-গোরুতে’ এক ঘাটে জল খেত৷
গত ২০০৯ সালে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সময় নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন৷ বছর চারেক আগে একবার বাড়িতে গেলেও বেশি দিন থাকা হয়নি৷ পড়েন তৃণমূলের বিক্ষোভের মুখে৷ পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে যায়৷ রক্ষাপান প্রাণে৷ পরবর্তীকালে সিপিএম থেকে দূরত্ব তৈরি হয়৷ তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে দাপুটে এই নেতা৷ গত তিন বছর ধরে নিজের জমিতে চাষ শুরু করেছেন মজিদের পরিবার৷ উপার্যন চাষের জমি থেকে৷