শামুকতলা: পাঁচ বছর পর বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আলিপুরদুয়ারের শামুকতলার এক আদিবাসী তরুণী। শুক্রবার বেঙ্গালুরুর একটি হোম থেকে মেয়েটিকে উদ্ধার করে শামুকতলা থানার পুলিশ। সোমবার মেয়েটিকে শামুকতলায় নিয়ে আসা হয়। শামুকতলা থানার ওসি বিরাজ মুখার্জি জানিয়েছেন, এদিন ওই তরুণীকে আলিপুরদুয়ার আদালতে তোলার পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ২০১৩ সালে কাজের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি মেয়েটিকে ভিনরাজ্যে নিয়ে যায়। তবে মেয়েটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কিছুই জানত না তার পরিবার। পরে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় শামুকতলা থানায় মিসিং ডায়েরি করেন পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও মেয়েটির কোনও সন্ধান পাওয়া যায়নি। ওসি জানিয়েছেন, বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে একটি হোমে ঠাঁই হয় মেয়েটির। কিছুদিন আগেই ওই হোম থেকে শামুকতলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। গত সপ্তাহেই শামুকতলা থানার পুলিশের একটি দল বেঙ্গালুরুতে গিয়ে ওই হোম থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে।
৫ বছর পর বেঙ্গালুরু থেকে উদ্ধার আলিপুরদুয়ারের তরুণী
শামুকতলা: পাঁচ বছর পর বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আলিপুরদুয়ারের শামুকতলার এক আদিবাসী তরুণী। শুক্রবার বেঙ্গালুরুর একটি হোম থেকে মেয়েটিকে উদ্ধার করে শামুকতলা থানার পুলিশ। সোমবার মেয়েটিকে শামুকতলায় নিয়ে আসা হয়। শামুকতলা থানার ওসি বিরাজ মুখার্জি জানিয়েছেন, এদিন ওই তরুণীকে আলিপুরদুয়ার আদালতে তোলার পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ২০১৩ সালে কাজের প্রলোভন দেখিয়ে এক