×

আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল প্রয়াত, বয়স হয়েছিল ৮৪

 
samaraditya

কলকাতা: প্রয়াত হলেন প্রবীণ আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। শেষ ক'দিনে শারীরিক সমস্যা আরও বৃদ্ধি পায়। বৃহস্পতিবার জীবন যুদ্ধের লড়াই থামল তাঁর। এদিন ভোরে নিউ আলিপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই আইনজীবী।

আরও পড়ুন- কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম! নিয়োগ দুর্নীতিতে ডাক পড়ল টলি অভিনেতা বনির, টাকা কি পেয়েছেন?

আদালত এবং আইনজীবী মহলে ‘বাচ্চু’ নামে পরিচিত ছিলেন সমরাদিত্য পাল। পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি আইন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বইও লিখেছেন তিনি। অন্যদিকে আবার তাঁর স্ত্রী বিচারপতি রুমা পাল কলকাতা হাইকোর্টে নিযুক্ত ছিলেন একসময়ে। পরে সুপ্রিম কোর্টেও পদোন্নতি পেয়েছিলেন। কিন্তু এঁদের দুজনকে দীর্ঘ সময়ে প্রকাশ্য কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। এই বর্ষীয়ান আইনজীবী সিঙ্গুর ইস্যুতে টাটা মোটরসের তরফে মামলা লড়েছিলেন। 

২০১১ বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করার পর ‘সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল’ এনে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে সক্রিয় হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই টাটার হয়ে মামলা লড়েন সমরাদিত্য। আদালতের রায়ের পর দু'পক্ষকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেষ তা সম্ভব হয়নি। তবে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হয়।  

From around the web

Education

Headlines