কম সময়ে বেশি পরীক্ষা, করোনা রুখতে ‘পুল টেস্টিং’ রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

কম সময়ে বেশি পরীক্ষা, করোনা রুখতে ‘পুল টেস্টিং’ রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

3eb5b2fa65dc3efe3c6c6011ebecf2c6

কলকাতা: করোনা রুখতে ভীষণ তৎপর রাজ্য সরকার৷ এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের পরামর্শ অনুযায়ী নয়া পদ্ধতিতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নয়া এই ব্যবস্থায় এক সঙ্গে বহু মানুষের নমুনা পরীক্ষা করা যাবে৷ বাড়বে পরীক্ষার সংখ্যা৷

জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় করোনা আক্রান্ত হওয়ার কোনও খবর নেই কিংবা যে সমস্ত এলাকা থেকে কোনও ব্যক্তির দেহে করোনা উপসর্গ মেলেনি, সেই সমস্ত এলাকায় করা হবে ‘পুল টেস্ট’৷ কীভাবে হবে এই পুল টেস্টিং? জানা গিয়েছে, এই পদ্ধতিতে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হবে৷ পিসিআর পদ্ধতিতে ওই ৫টি নমুনা পরীক্ষা করা হবে৷ ওই রিপোর্ট যদি নেগেটিভ হয়, তাহলে ধরে দেওয়া হবে, ৫ জন করোনা মুক্ত৷ আর রিপোর্ট পজেটিভ হলে সংশ্লিষ্ট পাঁচ জনের নমুনা পৃথক পৃথকভাবে পরীক্ষা করা হবে৷ তারপর মিলবে চূড়ান্ত রিপোর্ট৷

5b019b1b946f4835ba41cc6057bdb30a

ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে পাঁচজনের নমুনা মিশিয়ে একসঙ্গে তা পরীক্ষা করা হবে৷ এর ফলে একসঙ্গে বেশি সংখ্যায় পরীক্ষার ফল জানা সম্ভব হবে৷ আর এই পদ্ধতিতে কম টেস্ট কিট ব্যবহার করে বেশি পরীক্ষা করা সম্ভব হয় বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *