হেরিটেজ ভবনের সাইনবোর্ড মদের বিজ্ঞাপন, নিন্দায় সরব কবি মন্দাক্রান্তা

কলকাতা: ১১৬ বছরের পুরোনো হেরিটেজ বিল্ডিংয়ের সাইনবোর্ড সরিয়ে তার জায়গায় মদের গ্লোসাইন লাগানোর অভিযোগ উঠল। ঘটনাটি পার্কস্ট্রিটের বিখ্যাত ফ্রি ম্যানসনের। এই ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কবি মন্দাক্রান্তা সেন। হেরিটেজ বিল্ডিংয়ের ভিতরে রয়েছে দুটি স্কুল। সেখানকার পড়ুয়াদের কথা ভেবা উচিৎ বলে ক্ষোভ জানিয়েছেন তিনি। এভাবে হেরিটেজ তকমার সঙ্গে মদের গ্লোসাইন লাগানো অনৈতিক কাজ বলে

হেরিটেজ ভবনের সাইনবোর্ড মদের বিজ্ঞাপন, নিন্দায় সরব কবি মন্দাক্রান্তা

কলকাতা: ১১৬ বছরের পুরোনো হেরিটেজ বিল্ডিংয়ের সাইনবোর্ড সরিয়ে তার জায়গায় মদের গ্লোসাইন লাগানোর অভিযোগ উঠল। ঘটনাটি পার্কস্ট্রিটের বিখ্যাত ফ্রি ম্যানসনের। এই ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কবি মন্দাক্রান্তা সেন। হেরিটেজ বিল্ডিংয়ের ভিতরে রয়েছে দুটি স্কুল। সেখানকার পড়ুয়াদের কথা ভেবা উচিৎ বলে ক্ষোভ জানিয়েছেন তিনি। এভাবে হেরিটেজ তকমার সঙ্গে মদের গ্লোসাইন লাগানো অনৈতিক কাজ বলে মনে করেন কবি। এই জন্যই রাতারাতি আলকাতরা দিয়ে কালো করে দেওয়া হয়েছে হেরিটেজ বোর্ডটিকে। তাঁর বক্তব্যে উঠে এসেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও।

তিনি জানান, এক একবার এক একরকম কথা বলছে পুলিশ। আজকে ওরা গ্লো-সাইন রাস্তার দিকে মুখ করে লাগিয়েছে। প্রচার মাধ্যমগুলিও এই ব্যাপারে একেবারেই বিমুখ। আমি আজকে মিডিয়ার মুখাপেক্ষী হয়েছি যাতে সাধারণ মানুষকে সচেতন করতে পারি এরকম একটা ভয়ঙ্কর ব্যাপারে। ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু, প্রশাসন এখনও কোনও পদক্ষেপ নেয়নি।বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন মন্দাক্রান্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 13 =