ফের চোরাশিকারীদের দৌরাত্ম্য। পূর্ণবয়স্ক একশৃঙ্গ গণ্ডারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানে। উধাও গণ্ডারের শৃঙ্গ। মঙ্গলবার দুপুরে টহলদারির সময় বিষয়টি নজরে আসে বনকর্মীদের। চোরাশিকারীরের কাজ বলেই মনে করা হচ্ছে। গত ফ্রেব্রুয়ারি মাসে একই জায়গা থেকে দুটি গণ্ডারের খড়্গহীন দেহ উদ্ধার হয়।
