হাওড়া: হাওড়ার ডোমজুড় থানা এলাকার সলপের ডাঁসি’তে পূর্ণবয়স্ক একটি পুরুষ মেছো বিড়াল উদ্ধার হয়েছে। বর্তমানে এই মেছো বিড়াল খুবই বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী বলে বন দফতর সূত্রের খবর। বুধবার রাতে ওই মেছো বিড়ালটি একটি বাড়ির পাতকুয়োর মধ্যে পড়ে যায়। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে যোগাযোগ করা হয় বন দফতরের সঙ্গে।
বন দফতরের হাওড়া আরবান রেঞ্জ অফিস থেকে সুশান্ত দোলুই তাঁর টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। পাতা হয় ফাঁসকল। দীর্ঘ চেষ্টায় মেছো বিড়ালটিকে খাঁচা বন্দি করা হয়। প্রাণীটিকে উদ্ধারের পর পাঠানো হয় গড়চুমুকের প্রাণী উদ্ধার কেন্দ্রে। বন দফতর সূত্রের খবর, ডাঁসীর পঞ্চায়েত প্রধান বন দফতরে ফোন করে ঘটনাটি প্রথমে জানান। পাতকুয়ার মধ্যে বড়ো আকারের বিড়াল পড়ে গেছে বলে খবর দেন।
এরপর বন দফতরের টিম গিয়ে ফাঁসকল দিয়ে সেটিকে খাঁচা বন্দি করে। এটি একটি পূর্ণবয়স্ক মেছো মেল বিড়াল। বয়স প্রায় চার থেকে পাঁচ বছর। এটি বর্তমানে খুবই বিরল প্রজাতির। গড়চুমুকের প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে হাওড়া এবং হুগলির বিভিন্ন এলাকায় এই প্রাণীটির দেখা মেলে৷ হাওড়ার পাঁচলা, ডোমজুড়, হুগলির ডানকুনি, সুন্দরবনে এদের সন্ধান মেলার নজির রয়েছে।