কলকাতা: প্রয়াত হলেন বাংলা কল্পবিজ্ঞানের স্রষ্টা অদ্রীশ বর্ধন৷ বয়েস হয়েছিল ৯৬ বছর৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷ কিছুদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রাজ্য সরকার৷
অদ্রীশ বর্ধনের জন্ম কলকাতায়৷ কল্পবিজ্ঞানের টানে জীবনে বারংবার পেশার বদল করেন৷ চাকরি, ব্যবসা ও সাহিত্যসাধনাও করেন তিনি৷ পরে নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার পদে ইস্তাফা দিয়ে পুরোপুরি চলে যান লেখার জগতে৷ গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী৷ ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’য় ছদ্মনামী সম্পাদক ছিলেন তিনি৷ সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রথম ‘সায়ান্স ফিকশন সিনে ক্লাবে’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি৷