জেলবন্দি পার্থের দফতর ভেঙে দিল মমতার পুলিশ, শেষ চিহ্নটুকুও মুছে গেল বিধায়কের

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাঁকে৷ খুইয়েছেন দলীয় পদ৷ তবে খাতায়-কলমে তিনি এখনও বিধায়ক৷ তবে বিধায়ক হিসাবে তাঁর…

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরই মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাঁকে৷ খুইয়েছেন দলীয় পদ৷ তবে খাতায়-কলমে তিনি এখনও বিধায়ক৷ তবে বিধায়ক হিসাবে তাঁর শেষ চিহ্নটুকুও এবার গুঁড়িয়ে গেল বুলডোজারের চাপে৷  ফুটপাথ দখলমুক্ত অভিযানে ভাঙা পড়ল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা ম্যান্টনের কার্যালয়৷

বিরোধীরা বারবার বলে আসছিল, রাস্তা দখল করে বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিস তৈরি করেছেন বেহালা পশ্চিমের বিধাকক। তবে এতদিন সে কথায় কর্ণপাতও করেনি প্রশাসন৷ গত সোমবার নবান্নে বৈঠক ডেকে ফুটপাথ দখলমুক্ত করার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই শুরু হয় অভিযান। পথে নামে বুলডোজার৷ বৃহস্পতিবার অবশ্য কিছুটা সুর নরম করে হকারদের এক মাস সময় দেন মুখ্যমন্ত্রী। তবে উচ্ছেজ অভিযানে এবার ভাঙা পড়ল পার্থের কার্যালয়টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *