নেতাকে পুলিশি হেনস্থা, তীর-ধনুক নিয়ে গোপালনগর থানা ঘেরাও আদিবাসীদের

নেতাকে পুলিশি হেনস্থা, তীর-ধনুক নিয়ে গোপালনগর থানা ঘেরাও আদিবাসীদের

5bff6966514d6597908f424a7d7d3989

বারাসত: আচমকায় তির ধনুক নিয়ে শয়ে শয়ে আদিবাসী হাজির হলেন থানা চত্বরে৷ কিছু বুঝে ওঠার আগেই কার্যত থানা চত্বরের দখল নিলেন তাঁরা৷ ঘটনার জেরে সোমবার দুপুরে উত্তর ২৪পরগনার  গোপালনগর থানার সামনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আদিবাসী নেতাকে পুলিশি হেনস্থার প্রতিবাদেই তীর-ধনুক নিয়ে গোপালনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বলে জানিয়েছেন আদিবাসীরা৷

তাঁদের দাবি, আদিবাসী নেতা সুকুমার সর্দারের গাড়ির ড্রাইভারকে সন্দেহজনকভাবে গত শনিবার আটক করে গোপালনগর থানার পুলিশ।  সুকুমারবাবু থানায় গেলে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।  আদিবাসী সম্প্রদায়ের নেতাকে আটক করে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগ তুলে এদিন দুপুরে কয়েকশো আদিবাসী পুরুষ-মহিলা প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের বক্তব্য, অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির ব্যবস্থা করতে হবে৷ একই সঙ্গে নেতার গাড়ির চালককে মুক্তি দিতে হবে৷ 

আদিবাসীদের ক্ষোভ সামলাতে আসরে নামতে দেখা যায় গোপালনগর থানার ও সি এবং এসডিপিওকে(বাগদা)৷ আন্দোলনকারীদের আশ্বস্ত করে সমস্যা সমাধান করবার জন্য থানায় বসে আলোচনা করার পরামর্শ দেন তাঁরা৷ তবে এখনও আন্দোলন চলছে৷ পুলিশের একটি সূত্রের খবর, একটি ছিনতাই মামলার তদন্তের সার্থে  সুকুমার সর্দারের গাড়ির ড্রাইভারকে আটকে রাখা হয়েছিল৷ কিন্তু  সুকুমারবাবুকে কোনও রকম হেনস্থা করা হয়নি৷ তাঁকে হেনস্থা করার যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা৷  তবে পুলিশ কর্তাদের আশ্বাস, লিখিত অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *