বাংলায় আসছে চাকরির সুযোগ! আদিত্য বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ ৫০০০ কোটি

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার বিপুল বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী! নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠক শেষে…

কলকাতা: পশ্চিমবঙ্গে এবার বিপুল বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী! নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় বিড়লা কর্তার সঙ্গে ছবি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান-সহ আরও একাধিক ক্ষেত্রে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বিড়লা কর্তা।

সোশাল মিডিয়ায় করা পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ দুপুরে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা নবান্নে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। বাংলায় ব্যবসার সুযোগ সুবিধা ও বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন তিনি।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও লেখেন, সিমেন্ট এবং রং উৎপাদনের মতো বিভিন্ন খাতে তাঁদের ৫ হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে। তাঁরা শহরে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে এবং নতুন বিনিয়োগের জন্য তাঁদের অন্যান্য পরিকল্পনাও রয়েছে। আমরা এই সমস্ত আলোচনা করেছি এবং আমি তাঁকে আমাদের সমর্থনের আশ্বাস দিয়েছি।”