‘রাজ্যে অরাজকতা, অঘোষিত জরুরি অবস্থা চলছে’, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের

কলকাতা: লোকসভা ভোটে আগের বারের চেয়েও এবার বেশি নম্বর নিয়ে পাশ করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে বিরোধীরা চুপ থাকার নয়৷ রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সরব…

কলকাতা: লোকসভা ভোটে আগের বারের চেয়েও এবার বেশি নম্বর নিয়ে পাশ করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে বিরোধীরা চুপ থাকার নয়৷ রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনadhir-ranjan-chowdhury-writes-to-president-over-west-bengal চৌধুরী৷ তাঁর অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে। কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চলছে৷ অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত।

 

প্রদেশ কংগ্রেস সভাপতির লেটারহেডে লেখা চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, “দেশের সাংবিধানিক প্রধান হিসাবে বাংলার আইনশৃঙ্খলার হাল ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে, তা একাধারে বিব্রতকর এবং ভীষণভাবে উদ্বেগেরও। বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসকদলের নিষ্ঠুর আচরণ চলছে৷” অধীরের এই মন্তব্যে অনেকেই আবার বিজেপি’র সুর খুঁজে পেয়েছেন৷ প্রসঙ্গত, জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও বিরোধ না থাকলেও, রাজ্যে তাঁরা ঘোরতর বিরোধী৷