ভ্যাকসিন তথ্য নিয়ে বিভ্রান্ত করছে মোদী সরকার! তুলোধনা অধীরের

ভ্যাকসিন তথ্য নিয়ে বিভ্রান্ত করছে মোদী সরকার! তুলোধনা অধীরের

কলকাতা: ১০০ কোটি ভ্যাক্সিনেশন ডোজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে ভারতবর্ষ। এই নিয়ে রীতিমতো উৎসবের প্রস্তুতি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের সমর্থনে স্বাভাবিকভাবেই বিজেপি দল ব্যাপকভাবে প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু আদতে এটি সত্যিই কি বড় সাফল্য? এই প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি বোঝাতে চাইলেন যে টিকাকরণ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মোদী সরকার। আসল সত্যিটা অন্যরকম।

অধীরের কথায়, কেন্দ্রের বিজেপি সরকার এমন একটা ভাব দেখাচ্ছে যেন ১০০ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। কিন্তু আসল ঘটনা একেবারেই এরকম নয়। দেশের ১৩৯ কোটি মানুষের মধ্যে ১০৬-১০৯ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছে। এদিকে আবার ২ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সীদের টিকাকরণ করা এখনো সম্ভব হয়নি। আবার যে তাকে সুরক্ষা কবজ বলা হচ্ছে অর্থাৎ ‘ডবল ডোজ’ সেটাও এখনো পর্যন্ত মাত্র ২১ শতাংশ মানুষের হয়েছে গোটা দেশের জনসংখ্যার নিরিখে। কমপক্ষে ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হয়নি ভারতে। এই তথ্য দিয়েই অধীর কেন্দ্রীয় সরকারকে চরম কটাক্ষ করে বলছেন, মাত্র ২৯ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে বিজেপি সরকার এমন একটা ভাব দেখাচ্ছে যেন গোটা ভারতের বিপদ কেটে গিয়েছে। অন্যান্য দেশে এখন বুস্টার ডোজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভারতের অর্ধেক জনসংখ্যা এখনো পর্যন্ত ভ্যাকসিন পায়নি। তাহলে কিসের উৎসব, কিসের রেকর্ড, প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

এদিকে আবার বাংলার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন অধীর। তাঁর বক্তব্য, কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আবারো ভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই ব্যর্থতা সরকারের। কারণ দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় হয়েছিল। তখন ভিড় নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। আর এখন একদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বাংলায় এবং অন্যদিকে ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অথচ সরকার নির্বিকার। অধীর স্পষ্ট বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বুদ্ধিতার জন্যই পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =