‘দিদি তো হেরে বসে আছেন!’ নন্দীগ্রাম প্রসঙ্গে চরম কটাক্ষ অধীরের

‘দিদি তো হেরে বসে আছেন!’ নন্দীগ্রাম প্রসঙ্গে চরম কটাক্ষ অধীরের

কলকাতা: বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু অধিকারী প্রথম থেকেই দাবি করে এসেছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০,০০০ হাজার ভোটে হারবেন। অবশেষে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের সম্মুখ সমরে ছিলেন শুভেন্দু এবং মমতা। এই কেন্দ্রে ফলাফল কি হয় তার দিকে আলাদাভাবে তাকিয়ে গোটা রাজ্য এবং দেশ। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই দাবি করছে যে তারা নন্দীগ্রামে জিতেছে। এই বিষয় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শীতলকুচি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতাকে একহাত নেন তিনি।

অধীরের বক্তব্য, শীতলকুচির ঘটনা নিয়ে বিজেপির যে সমস্ত নেতারা বিতর্কিত মন্তব্য করছেন তারা সকলে জেনে থাকতেন যদি তারা ক্ষমতায় থাকতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার নেই কারণ তিনি নিজে নন্দীগ্রামে হেরে বসে আছেন! অধীর বলছেন, যিনি নিজে হেরে বসে আছেন তিনি কিভাবে ক্ষমতা দেখাবেন, এই নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো কড়া আক্রমণ করে তিনি বলেছেন, নন্দীগ্রামে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন এবং তার সব ক্ষমতা শেষ হয়ে গেছে। এখন অগ্নিকন্যার মুখ থেকে অগ্নি না বেরিয়ে আইসক্রিম বেরোচ্ছে! 

আরও পড়ুন-  গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান হবে, NRC নিয়েও বড় আশ্বাস অমিত শাহের

কেন তিনি এই কথা বলছেন তার যুক্তি দিয়ে অধীর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বুঝে গিয়েছেন যে তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন তার কারণ সেদিন তিনি বাধ্য হয়েছিলেন রাজ্যপালকে ফোন করতে যার সঙ্গে তাঁর সংঘাত চরমে। পরবর্তী ক্ষেত্রে আবার কংগ্রেস সহ একাধিক বিরোধী দলকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে প্রমাণ মেলে যে তিনি নিজেই জানেন ক্ষমতায় আর তিনি আসতে পারবেন না। এদিকে শীতলকুচি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যে সমস্ত বিজেপি নেতারা বিতর্কিত মন্তব্য করছেন তারা সবাই জেলে থাকতে যদি সংযুক্ত মোর্চা ক্ষমতায় থাকত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *