নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরী বেশ কার্যকরী ভূমিকা পালন করছিলেন কংগ্রেসের জন্য। কিন্তু এখন হঠাৎ তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় ওই পদ দেওয়া হয়েছে পঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টুকে। জানা গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রচণ্ড ব্যস্ত কংগ্রেসের বর্তমান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আগামী দুই মাস তিনি এই কাজে ব্যস্ত থাকবেন সেই কারণেই আপাতত তাকে সরিয়ে রভনীত সিং বিট্টুকে লোকসভার বিরোধী দলনেতা করা হয়েছে। বর্তমানে সংসদে যে বাজেট সেশন চলছে তার মধ্যেই এই পরিবর্তন করা হয়েছে কংগ্রেসের তরফে।
Congratulations to Member of Parliament from Ludhiana @RavneetBittu Ji for being appointed as Leader of Opposition in Lok Sabha. pic.twitter.com/hxXmXmMlFC
— Punjab Congress (@INCPunjab) March 11, 2021
যদিও এই গোটা ব্যাপারটি নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ যেহেতু অধীর রঞ্জন চৌধুরী বাংলার ভোট নিয়ে ব্যস্ত এবং লোকসভায় বিরোধী উপ দলনেতা গৌরভ গগই অসমের ভোট নিয়ে ব্যস্ত সেই কারণে আপাতত কংগ্রেসের তদন্তের কাজ করবেন রভনীত। কংগ্রেসের তরফে এমন কোনও মন্তব্য করা হয়নি যেখানে বলা হয়েছে পাকাপাকিভাবে অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভার বিরোধী দলনেতা পদ থেকে সরানো হয়েছে। শীর্ষ নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত সেইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, রভনীত হলেন পঞ্জাবের প্রয়াত মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি। ২০০৯ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন বিট্টু। পরবর্তী ক্ষেত্রের রাহুল গান্ধীর সুনজরে এসে পাষঞ্জাবে প্রথম যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি।