ক্ষমতায় এলে বঙ্গভঙ্গই করত বিজেপি! বিস্ফোরক অধীর

ক্ষমতায় এলে বঙ্গভঙ্গই করত বিজেপি! বিস্ফোরক অধীর

4cd8b4978e7cb2aa06667483fdc346e9

কলকাতা: বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি, কিন্তু নির্বাচন হয়ে যাবার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে একাধিক ক্ষেত্রে বিরোধ শুরু হয়েছে তাদের। ভোট-পরবর্তী হিংসা ইস্যু তো ছিলই, তার মধ্যে এখন আবার বিজেপির একাংশ চাইছে বঙ্গভঙ্গ! বিজেপি সাংসদ জন বার্লা চাইছেন উত্তরবঙ্গ ভাগ করতে, তাঁকে আবার সমর্থন করছেন অনেক বিজেপি বিধায়ক। এদিকে জঙ্গলমহল আলাদা রাজ্য হোক এমন দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সব মিলিয়ে রাজ্য রাজনীতির উত্তেজক পরিস্থিতিতে আরো বড় বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, ক্ষমতায় এলে এটাই করার পরিকল্পনা ছিল বিজেপির। বঙ্গভঙ্গ বিজেপির গেম প্ল্যান, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।

অধীর বলছেন, রাজ্য ভাগ করে মুসলিমদের আলাদা করে দেওয়াই বিজেপি এবং আরএসএসের গেম প্ল্যান। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসতে হয় তাহলে তারা বঙ্গভঙ্গ করত। এই প্রেক্ষিতে অধীরের আশঙ্কা, বিজেপি এবং আরএসএস পুরোদমে চাইছে উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে ভাগ করে দিতে। সেই জন্য সংবিধানের নির্দিষ্ট ধারার প্রয়োগ করতে পারে তারা। তাঁর স্পষ্ট কথা, বাংলা দখল করার পর বিজেপি রাজ্য ভাগ করতে চাইত এটা একেবারে পরিষ্কার। কিন্তু এখনও যদি বিজেপি এটাই চায় তাহলে সার্বিকভাবে সকলে তার বিরোধিতা করবে বলে এদিন জানিয়ে দেন তিনি। বহরমপুরের সাংসদের আরও সংযোজন, বাংলার শাসক দলকে অস্বস্তিতে ফেলার জন্য পুরো প্রচেষ্টা করে যাচ্ছে তারা। বাংলার নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি বিজেপির তাই নিজেদের ক্ষমতা জাহির করতে যা ইচ্ছা তাই করছে। বিজেপি এটাই প্রমাণ করতে চাইছে যে তারাই সর্বশক্তিমান।

আরও পড়ুন- আমানতকারীদের টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গঠন! ভাবনা হাইকোর্টের

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তুলে শোরগোল ফেলেছেন বিজেপি সাংসদ জন বার্লা৷ এই বির্তকের ধোঁয়া কুণ্ডলী পাকানোর মাঝেই বাংলার মানুষের চাকরি এবং উন্নয়নের দাবিতে জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার আওয়াজ তুলেছেন সৌমিত্র খাঁ৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এরই মধ্যে ক্রমশ জোড়াল হচ্ছে বার্লার কণ্ঠ৷ তাঁকে সমর্থনে করেছেন আরও দুই বিজেপি সাংসদ মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায়৷ এদিকে দুজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *