‘জাকির তৃণমূলের এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব’, ঘটনার তীব্র নিন্দা অধীরের

‘জাকির তৃণমূলের এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব’, ঘটনার তীব্র নিন্দা অধীরের

 

কলকাতা: গতকাল রাতে মারাত্মক হিংসার ঘটনা ঘটে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেন গুরুতর আহত হন বোমার আঘাতে। দুষ্কৃতীদের ছোড়া বোমায় মন্ত্রী সহ আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এই কাজ করেছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি চেয়েছেন তিনি। একইসঙ্গে জাকির হোসেনকে সব এবং ব্যতিক্রমী ব্যক্তিত্ব বলতেও দ্বিধা করেননি।

নিজের ফেসবুক পোস্টে অধীর রঞ্জন চৌধুরী লেখেন, “জাকির হোসেন এর ওপর আক্রমণের আমি তীব্র নিন্দা করছি। অপরাধীদের গ্রেফতার চাই, শাস্তি চাই। সে তৃণমূলের মধ্যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, পরিশ্রম ও বুদ্ধির জোরে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, মানুষের বন্ধু, সে নিজের পরিচয়ে জেতে ও বিধায়ক হয়। সততার রাজনীতি তৃণমূল দলের কাছে গ্রহণযোগ্য নয়! সে সৎ তাই হামলা হল। তৃণমূল দলের দৈত্য কূলে প্রহ্লাদ জাকির।” এর পাশাপাশি ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের অন্য আরও একজন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলছেন, রাজনীতিতে হিংসার কোন জায়গা নেই। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা বঙ্গ রাজনীতির কালো দিন। এর পাশাপাশি তিনি মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইভাবে এই ঘটনার নিন্দা করেছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের। তাঁর বক্তব্য, এই ঘটনা একেবারেই পূর্বপরিকল্পিত। প্রশাসন গোটা ঘটনার তদন্ত করুক এই আশাই রাখছেন তিনি। জানা গিয়েছে, বোমাবাজির ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মন্ত্রী জাকির হোসেনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতরা ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। জখম মন্ত্রী ও তার সঙ্গীদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঔরঙ্গাবাদের বাড়ি থেকে নিয়মিতভাবে নিমতিতা স্টেশন হয়ে কলকাতায় আসেন মন্ত্রী জাকির হোসেন। এদিন স্টেশনের সামনে পুলিশের এসকর্ট ভ্যান থেকে বেরিয়ে দুই নম্বর প্লাটফর্ম হয়ে ট্রেনের দিকে যেতেই মন্ত্রীকে উদ্দেশ্য করে ছোঁড়া হয় শক্তিশালী বোমা। তাতে গুরুতর আহত হন তৃণমূল মন্ত্রী। জাকির হোসেনের ঘনিষ্ঠ সূত্রে খবর, মন্ত্রী এদিন ওই সময়ে স্টেশনে উপস্থিত থাকবেন তা জানতো আততায়ীরা। তাই তার উপর বিশেষভাবে ছক কষে পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই বিরোধী গোষ্ঠীর ‘টার্গেটে’ ছিলেন জাকির হোসেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + two =