বহরমপুর: বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার মুখ থেকেই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের সমালোচনা করে আসছে। তাদের প্রথম থেকেই অভিযোগ যে নির্বাচন কমিশন মূলত বিজেপির নির্দেশে কাজ করছে। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের সমালোচনার পর তৃণমূলের অভিযোগ আরো শক্ত হয়েছে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন, নির্বাচন কমিশনের কাজ অত্যন্ত সন্তোষজনক। বরং সন্ত্রাস তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
অধীরের বক্তব্য, বাংলায় স্বচ্ছ ভোট করাতে যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এদিকে বিভিন্ন জায়গা থেকে যা অভিযোগ নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে সেই প্রেক্ষিতে কমিশন দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। মূলত তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এছাড়া তিনি আরো বলেন, বুথের ভেতরে কোনরকম গন্ডগোল হচ্ছে না কিন্তু বুথের বাইরে গন্ডগোলের ঘটনা সামনে আসছে। এই প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, বাংলায় ৮ দফা নির্বাচন করা নিয়ে প্রথম থেকেই আওয়াজ তুলে আসছে তৃণমূল কংগ্রেস এবং একাধিকবার আর্জি জানানো হয়েছিল যাতে শেষ কয়েক দফায় ভোট একদিনে করা যায়। কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাপারে গুরুত্ব দেয়নি। মূলত বিজেপিসহ কংগ্রেস এবং সিপিএমের অরাজি হওয়ার কারণেই করোনাভাইরাস পরিস্থিতিতেও ভোট একসঙ্গে করা যায়নি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।