বঙ্গীয় কংগ্রেসে কি অধীর জমানার ইতি? প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা: লোকসভা ভোটপর্ব মিটতেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। পদ ছাড়তে চান বলে এআইসিসি-কে ইতিমধ্যেই জানিয়েছেন অধীর৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে…

কলকাতা: লোকসভা ভোটপর্ব মিটতেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। পদ ছাড়তে চান বলে এআইসিসি-কে ইতিমধ্যেই জানিয়েছেন অধীর৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তাঁর ইস্তফা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছে৷  ’২৪-এর লোকসভা ভোটে বহরমপুরের ফলাফল ছিল রীতিমতো চমকপ্রদ৷ পাঁচবারের সাংসদ অধীর, যিনি কিনা বহরমপুরের ‘রবিনহুড’ বলেই পরিচিত, তাঁর দুর্ভেদ্য দুর্গে ভাঙন ধরায় তৃণমূল। রাজনীতির আঙিনায় নবগত ইউসুফ পাঠানোর কাছে পরাজিত হন তিনি৷ এর পর থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। কানাঘুষো, বেশ কয়েকদিন আগেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অধীর। তবে কংগ্রেসের তরফে অফিশিয়ালি এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ এমনকি এই বিষয়টি অস্বীকার করেছে প্রদেশ কংগ্রেস শিবিরও৷

 

জানা যাচ্ছে, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কে থাকবেন, তা সবার সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত হবে’,  জানিয়েছেন এআইসিসি-র পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। শুক্রবার লোকসভা নির্বাচনের বিপর্যয় খতিয়ে দেখতে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক হয়৷ সেখানে অধীর চৌধুরীকেই ফের সভাপতি করার পক্ষে সওয়াল করেন অধিকাংশ কংগ্রেস নেতা।

 

এদিকে, শুক্রবার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অধীরের চৌধুরী বলেন, “আমি প্রদেশ কংগ্রেসে অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়্গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন, সেদিন থেকে ভারতবর্ষের আর কোনও রাজ্যে সভাপতি হয়নি। এবার যখন করবে, তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *