দৈনিক ১ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দিক সরকার, রাজ্যপালকে চিঠি অধীরের

দৈনিক ১ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দিক সরকার, রাজ্যপালকে চিঠি অধীরের

8c7a9be9ee507c30f8d4b73d8ec77d9f

কলকাতা:  বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বিরোধী দলগুলি৷ এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ তাঁর দাবি, প্রতিদিন ১  কোটি মানুষকে টিকা দিক কেন্দ্রীয় সরকার৷ বিনা মূল্যে টিকাকরণের দাবি জানিয়েছেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরও৷ 

আরও পড়ুন- ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দু-সৌমেন্দু বিরুদ্ধে FIR, রাজনৈতির মহলে শোরগোল

জুলাইয়ের মাঝামাঝি বা অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে দেশে যথেষ্ট পরিমাণ টিকা উৎপাদন হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র৷ এর পরেই রাজ্যপালকে চিঠি পাঠান কংগ্রেস সাংসদ৷ অধীরবাবুর বক্তব্য, ৩১ ডিসেম্বরের মধ্যে ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দিতে হবে৷ করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচার এটাই একমাত্র উপায়৷ বর্তমানে দিনে ১৬ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে৷ এত কম টিকায় চলবে না৷ রাজ্যপালকে লেখা চিঠিতে অধীরবাবু বলেন, ‘প্রায় প্রতিটি ভারতীয় পরিবারে ধ্বংসলীলা চালিয়েছে করোনা ভাইরাস৷ মোদী সরকারের টিকাকরণের পরিকল্পনা সম্পূর্ণ ভুল ছিল৷ এটি হাস্যকর ভুলের বিপজ্জনক ককটেল৷ আমাদের সরকার ইচ্ছাকৃত ভাবে একটি ‘ডিজিটাল ডিভাইস’ তৈরি করেছে, যারে জেরে টিকাকরণের গতি কম হয়েছে। সরকার ইচ্ছাকৃত ভাবে একই টিকার জন্য একাধিক মূল্য নির্ধারণ করেছে৷’’

রাজ্যপালকে লেখা চিঠিতে টিকাকরণের পরিসংখ্যানও তুলে ধরেছেন অধীরবাবু৷ তিনি বলেন, ‘৩১ মে পর্যন্ত ২১.৩১ কোটি মানুষের টিকাকরণ হয়েছে৷ যা ভারতের জনসংখ্যার মাত্র ৩.১৭ শতাংশ৷ গড়ে দৈনিক ১৬ লক্ষ টিকা দেওয়া হচ্ছে৷ এই গতিতে চললে দেশের প্রাপ্তবয়স্কদের টিকা দিতেই ৩ বছর চলে যাবে৷ এই পরিস্থিতিতে কী ভাবে দেশের মানুষকে তৃতীয় ঢেউ থেকে বাঁচানো সম্ভব? এর জবাব মোদী সরকারকে দিতে হবে৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *