টানলেন পঞ্চায়েত প্রসঙ্গ, তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধার নিয়ে সরব অধীর

টানলেন পঞ্চায়েত প্রসঙ্গ, তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধার নিয়ে সরব অধীর

কলকাতা: উলুবেরিয়া তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধার হওয়ার ঘটনায় ইতিমধ্যেই বিজেপি আক্রমণ করতে শুরু করেছে শাসক দলকে। এই ঘটনার প্রসঙ্গে ইতিমধ্যেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, বদমাইশি করে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। এবার এই ঘটনায় মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কড়া আক্রমণ করলেন শাসক দলকে, টেনে আনলেন পঞ্চায়েতের প্রসঙ্গ। 

অধীর বলেন, “বাংলায় শাসক দলের অনুকূলে ভোট করানো হয়। সেই কারণে পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ ভোটার ভোট দিতে পারেননি। তাই কমপক্ষে ২০,০০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস”। এই প্রসঙ্গে আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, একদিকে তৃণমূল কংগ্রেস বলছে ইভিএমের উপর ভরসা নেই, অন্যদিকে ইভিএম তৃণমূল নেতার বাড়িতে পাওয়া যাচ্ছে। নির্বাচনে হেরে গিয়েছে এটা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস, তাই জন্য এইসব করে ভোট লুট করতে চাইছে তারা। তবে এইসব দীর্ঘ দিনের অভ্যাস তাই অভ্যেস যেতে কিছুদিন সময় লাগবে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। একইসঙ্গে মন্তব্য করেন, বদমাইশি করে নির্বাচনে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে একহাত নেন শাসক দলকে। দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে এই ভাবে ভোট করিয়েছিল তৃণমূল, এখন ভাবছে সেই একই ভাবে ভোট করাবে। 

 

প্রসঙ্গত, তৃণমূল কর্মীর বাড়িতে সেক্টর অফিসার নিজে চারটি ইভিএম নিয়ে পৌঁছনোর পরই অশান্তির সূত্রপাত৷ এই ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ এই ঘটনায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে৷ ডেপুটি ইলেকশন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন৷ পাশাপাশি সেক্টর পুলিশ অফিসারদের ভূমিকা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে সিভিল প্রশাসনের সেক্টর অফিসারকে যেমন সাসপেন্ড করা হয়েছে৷ তেমনই পুলিশের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twenty =