সাক্ষী ‘খুন’, এর পর কি তপনের স্ত্রী? ঝালদাকাণ্ডে বিস্ফোরক অধীর

সাক্ষী ‘খুন’, এর পর কি তপনের স্ত্রী? ঝালদাকাণ্ডে বিস্ফোরক অধীর

কলকাতা: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সকাল থেকেই ঝালদায় শুরু হয়েছে বনধ। এরই মধ্যে আজ সকালে উদ্ধার তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব ওরফে শেফালের ঝুলন্ত দেহ৷ উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। পুলিশ প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বলে  উল্লেখ করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, খুন করা হয়েছে নিরঞ্জনকে। তাঁর বিস্ফোরক দাবি, এবার খুন করা হতে পারে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকেও৷ 

আরও পড়ুন- কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু, সুইসাইড নোটে বিস্ফোরক দাবি

অধীরের দাবি, তপন কান্দু খুনের ঘটনা ধামাচাপা দিতেই নিরঞ্জনকে ‘খুন’ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ,  তপন কান্দুর খুনের রহস্য ফাঁস হলে পুরুলিয়ার অনেক বড় বড় তৃণমূল নেতার নাম উঠে আসবে৷ শাসক দলের ওই নেতাদের বাঁচাতেই নিরঞ্জনকে খুন করা হয়েছে। অধীন চৌধুরীর বিস্ফোরক দাবি, ‘তপন কান্দুর পর আরও একটা খুন। এখানেই শেষ নয়৷  আমার আশঙ্কা, এরপর খুন করা হতে পারে তপন কান্দুর স্ত্রীকেও৷’’ কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ ও তৃণমূল একযোগে ষড়যন্ত্র করছে বলে দাবি অধীরের৷

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে সিবিআই৷ তবে পুরোদমে তদন্ত শুরু করেনি। আজ ঝালদায় যাওয়ার কথা ছিল সিবিআই তদন্তকারী অফিসারদের। তার আগেই আজ সকালে উদ্ধার হয় তপন খুনের প্রতক্ষদর্শী নিরঞ্জনের ঝুলন্ত দেহ। তাঁর দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি সুইসাইড নোট। যেখানে তিনি স্পষ্ট পুলিশি হেনস্থার কথা উল্লেখ করেছেন।