মুর্শিদাবাদের পথে একলা চলো পদযাত্রা অধীরের!

মুর্শিদাবাদের পথে একলা চলো পদযাত্রা অধীরের!

বহরমপুর: এবার একলা চলোর পদযাত্রায় হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী৷ সোমবার বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত কান্দি মহকুমার সঙ্গে মুর্শিদাবাদ জেলার লাইফ লাইন রণগ্রান সেতু দ্রুত চালু করার দাবিতে এই পদযাত্রা করেন তিনি৷

কান্দি থানার অন্তর্গত গোকর্ণ থেকে শুরু করে রণগ্রাম সেতুর উপর দিয়ে পুরন্দরপুর পর্যন্ত একলাচলো পদযাত্রা করলেন। প্রসঙ্গত রণগ্রাম ব্রিজ চালু করার দাবিতে পদযাত্রা হবার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কান্দি মহকুমার কংগ্রেসের পক্ষ থেকে সোমবার গোকর্ণ থেকে পুরোন্দপুর পর্যন্ত৷ কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার জন্য বহরমপুরের সংসদ তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী একলা চলো পদযাত্রা আয়োজন করলেন গোকর্ণ থেকে পুরন্দরপুর পর্যন্ত৷

রণগ্রাম ব্রিজ চালু করার দাবিতে মঙ্গলবার আবারও পুরন্দরপুর থেকে কান্দি মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একলা চলো পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিনের এই একলা চলো পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি শফিউল আলম খান, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি শিলাদিত্য হালদার সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। অধীর বলেন, ‘‘এরাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়েছে৷ তাই তৃণমূলের কর্মসূচি ছাড়া কারও কোনও কর্মসূচিতে ওরা অনুমতি দেয় না৷ তাই মানুষকে নিয়েই আমরা একলা চলোর পদযাত্রা করলাম৷ আগামীকালও করব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =