‘হাত’ ফিরল অধীরদের কাছে, হাইকোর্টের নির্দেশ আসতেই উঠে গেল ধর্না

‘হাত’ ফিরল অধীরদের কাছে, হাইকোর্টের নির্দেশ আসতেই উঠে গেল ধর্না

বড়ঞা: কংগ্রেস প্রার্থীর হাত থেকে প্রতীক জমা দেওয়ার ফর্ম ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৪টেয় থেকে বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছিলেন লোকসভা সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শেষ পর্যন্ত ধর্না প্রত্যাহার করলেন তিনি। কারণ কলকাতা হাইকোর্ট বড়ঞার কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। 

বহরমপুরের বড়ঞাতে কংগ্রেস প্রার্থীদের ‘বি ফর্ম’ জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বুধবার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, সিআরপিএফ নিরাপত্তায় ফর্ম জমা দেওয়া হবে। এছাড়া সিআরপিএফের অনুপস্থিতিতে মুর্শিদাবাদের পুলিশ সুপার প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল, স্থানীয় বিডিও তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাতভর সেখানে অবস্থানে বসে ছিলেন তিনি। ১৭ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ আসায় তিনি নিজের অবস্থান বিক্ষোভ তুললেন। 

এর আগে লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে ফোন করে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার ‘অনুরোধ’ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তাতেও কাজ হয়নি। নিজের অবস্থানে অনড় ছিলেন অধীর চৌধুরী। ‘হাত’ প্রতীক ফেরানোর দাবিতে আজও ধর্না চালু রেখেছিলেন তিনি। পাশাপাশি অপেক্ষা ছিল কংগ্রেসের করা এই মামলায় হাইকোর্টের রায় কী হয় তা দেখার। সেই নির্দেশ আসার পর অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা করেন অধীর রঞ্জন চৌধুরী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 6 =