বন্দি স্থানান্তর নিয়ে গড়মসি, ADG-কে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

বন্দি স্থানান্তর নিয়ে গড়মসি, ADG-কে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

কলকাতা:  বন্দি স্থানান্তর মামলায় অযথা বিলম্ব, ঢিলেঢালা মনোভাব৷ কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে কারা বিভাগের এডিজি পীযুষ পান্ডে। অবিলম্বে হিমাচলের বন্দিকে বিএসএফ-এর হাতে তুলে দিতে হবে৷ নির্দেশ দিল আদালত৷ 

আরও পড়ুন- লক্ষ্য আদিবাসী উন্নয়ন, বৈঠকে ‘চেয়ারপার্সন’ মমতা

এদিন বিচারপতি রাজ শেখর মান্থার বলেন, ‘‘আপনারা বিচার বিভাগকে সম্মান করেন না। তাই বিচার বিভাগের নির্দেশ মানার তৎপরতাও আপনাদের মধ্যে দেখা যায় না। এটা শুধু আপনার দোষ নয়৷ এর জন্য দায়ী আপনার বিভাগের সমস্ত কর্মীরা।’’ বিচারপতি আরও বলেন, ‘‘আপনি যাঁদের উপর ভরসা করে নির্দেশ দিয়েছিলেন কেন তারা সেই নির্দেশ মানেনি? বিভাগীয় সাফল্য হলে যেমন আপনার নাম হয়, তেমনই বিভাগীয় ব্যর্থতার দায়ও আপনাকেই নিতে হবে।’’ কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় এডিজি কারা পীযূষ পান্ডেকে এই ভাবেই ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ শেখর মান্থার। 

আরও পড়ুন- ত্রিপুরা ‘দখলে’ এবার তৃণমূলের ভরসা দেব? সফরের সম্ভাবনা

প্রসঙ্গত, দমদম সংশোধনাগার থেকে এক বন্দিকে হিমাচল প্রদেশ সংশোধনাগারে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে স্থানান্তরের কথা ছিল। কারা দফতরের গাফিলতিতে সেই রিপোর্ট পৌঁছয়নি স্বরাষ্ট্র দফতরের কাছে। তাই ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এডিজি কারা পীযূষ পাণ্ডেকে৷ এদিন আদালতে র্ভৎসনা শুনে দুঃখ প্রকাশ করেন তিনি। বিষয়টি আদালতের নির্দেশেও লিপিবদ্ধ করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে ওই অভিযুক্তকে বিএসএফের হাতে তুলে দিতে হবে এবং বিএসএফ তাকে হিমাচল প্রদেশের উন্নাও সংশোধনাগারে হাতে তুলে দেবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *