মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জোড়াফুলে যোগ অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্তর

মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জোড়াফুলে যোগ অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্তর

 

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঘাসফুলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একই সঙ্গে জোড়া-ফুলে যোগ দিয়েছেন অভিনেত্রী তথা ইমপা সদস্য পিয়া সেনগুপ্তও৷ রবিবার সকালে তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূল পতাকা হাতে তুলে নেয় টলিউডের এই দুই অভিনেত্রী। 

তৃণমূলে যোগ দেওয়ার পর কৌশানি বলেন, ‘আমার বয়স হয়ত অল্প। কিন্তু টালিগঞ্জে আমার অনেক অনুরাগী রয়েছেন, আমার আজকের যোগদান তাঁদের অনুপ্রাণিত করবে। আমি বরাবর একটাই দলকে আদর্শ মনে করেছি, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল। রাজ্যে কোন দল সরকার গড়বে, তা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এটাই তৃণমূলে যোগ দেওয়ার সঠিক সময়। দিদির দেখানো পথেই হাঁটতে চাই।’ 

একইসঙ্গে,  ‘আমার প্রথম সিনেমার নাম ছিল, পারব না আমি ছাড়তে তোকে, সেই সূত্রে আমি তখনই বলে দিয়েছিলাম দিদিকে আমি পারব না ছাড়তে।’ তৃণমূলে যোগ দিয়ে এদিন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করেন পিয়া সেনগুপ্ত।  ‘কাজ করলেই সমালোচনা হয়। অভিষেককে নিশানা করে বিরোধীদের ক্রমাগত আক্রমণ যুব নেতার ভালো কাজের প্রমাণ।’

এদিন দুই অভিনেত্রীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কশ্যপ, নাসিরুদ্দিন শাহদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। বিধানসভা ভোটের আগেআগে দলবদলের প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি বিজেপিতে যোগদানের বিষয়ে রুদ্রনীল ঘোষের মতো অভিনেতাদের নিয়ে এখন জল্পনা তুঙ্গে। তবে, রাজ্যের শাসকদলও যে পিছিয়ে নেই, এখন তা প্রমাণ করতে মরিয়া মমতার দল৷ সম্প্রতি ঘাসফুলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস৷ এরপর তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 9 =