কলকাতা: নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার পথে নামল বাংলার সংস্কৃতি মহল। মেট্রো চ্যানেলে জমায়েত করেন তাঁরা। সেখানেই মঞ্চ থেকে গণধর্ষণের হুমকি দেওয়া নিয়ে প্রকাশ্যে গর্জে উঠলেন অভিনেত্রী দেবলীনা দত্ত৷ বললেন, ‘‘কোনও অপরাধের শাস্তি জেল হতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু ধর্ষণ হতে পারে কি?’’
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা বলেন, নিরামিষাশী হলেও তিনি গো-মাংস রান্না করতে পারেন। তারপরেই তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। নির্দিষ্ট একটি দলের তরফে তাঁকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। সেই নিয়ে সোমবার ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। বললেন, ‘‘যারা হিন্দু ধর্মের পতাকাবাহক তারাই আমার দু’ঘণ্টার বক্তব্য থেকে ৩০ সেকেন্ড কেটে নিয়ে দিকে দিকে ছড়িয়ে দিয়ে প্রচার করলেন। আর তারপর বলছেন দেবলীনা প্রচার করেছে।’’
তিনি আরও বললেন, ‘‘যে ব্যক্তির সঙ্গে আমার লাইভ চ্যানেলে কথা হল তিনি বলছেন আমাদের প্রফেশনটা নাকি বাঁদরনাচের সমান। আমরা নাকি মুখে ময়দা মেখে টাকা রোজগার করি।’’ দেবলীনা বললেন, ‘‘শুধু গণধর্ষণের হুমকি নয়, মাথা কেটে ফুটপাতে সাজিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে৷ এমনকি আমার মায়ের জন্মবৃত্তান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন৷’’ অভিনেত্রীর সাফ বক্তব্য, ‘‘যারা হিন্দু ধর্ম নিয়ে এত লাফাচ্ছেন তারা কি ধর্মটা নিয়ে একবারও পড়াশোনা করেছেন? কোন কোন জন্তুকে কোন কোন ঈশ্বরের সাথে তুলনা করা হয়েছে সেটা একবার পড়াশোনা করে দেখুন। যদি ধার্মিক হন তাহলে নিরামিষাশী হয়ে যান।’’ প্রতিবাদ সভার মঞ্চ থেকে দেবলীনা দত্ত জানালেন, ‘‘আমি নিজে ভয় পাই না, কিন্তু আমার মাকেও আক্রমণ করা হচ্ছে। মাকে নিয়েও কি ভয় পাব না?’’
টলিউড অভিনেত্রী আরও বলেছেন, ‘‘এরা ক্ষমতায় আসার আগেই হুমকি দিচ্ছে, তাহলে ক্ষমতায় আসার পরে তো ধর্ষণ হবে৷ এরা ক্ষমতায় এলে মেয়েদের রাস্তায় বেরনো বন্ধ হয়ে যাবে।’’ আক্রমণকারীদের উদ্দেশ্যে তার খোলা চ্যালেঞ্জ, হুমকি না দিয়ে কোর্টে আসুন, আইনি পথে লড়াই হবে৷’’