দ্বিতীয় প্লাজমা থেরাপির পর কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়?

দ্বিতীয় প্লাজমা থেরাপির পর কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়?

কলকাতা: কোভিড আক্রান্ত হয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ কিন্তু এখনও করোনা মুক্ত হননি তিনি৷ তাঁকে দ্বিতীয়বার প্লাজমা থেরাপি দেওয়ার হয়েছে৷ মেডিক্যাল বোর্ডের নজরদারিতে রয়েছেন অভিনেতা৷

জানা গিয়েছে, দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর কিছুটা সুস্থ রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ গত রাতে ভালো ঘুমও হয়েছে তাঁর৷ আজ সোমবার হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে৷  মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এনসেফেলোপ্যাথি অভিনেতার মধ্যে তীব্র বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে৷ তাঁর প্লাজমা থেরাপি প্রক্রিয়ার জন্য শীর্ষ সরকারি চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে৷ রাজ্যের প্রধান স্নাতকোত্তর হাসপাতাল এসএসকেএম বিভাগের বিভাগীয় বিভাগের শল্যচিকিৎসক ডাঃ মাখনলাল শাহ এবং ডাঃ যোগিরাজ রায় প্লাজমা থেরাপির নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গিয়েছে৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে আগেই জানিয়েছিলেন, ১২ জন ডাক্তারদের একটি দল তাঁর বাবার চিকিৎসার দিকটি দেখছেন৷ অভিনেতার রক্তচাপ স্বাভাবিক এবং তাঁর অক্সিজেনের কোনও প্রয়োজন হয়নি৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে পৌলমী বলেন, তাঁর বাবার স্বাস্থ্য সম্পর্কে যথাযথ যত্ন নেওয়া হচ্ছে৷ গত বছর আগস্টে শ্বাসকষ্টের সংক্রমণ ও সোডিয়াম-পটাসিয়াম ভারসাম্যহীনতা সহ অন্যান্য বয়সজনিত সমস্যার পরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন৷ তিনি ২০১৯ সালের ২১ আগস্ট হাসপাতাল থেকে মুক্তি পেয়েছিলেন৷ গত সপ্তাহে করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে ফের ভর্তি রয়েছেন তিনি৷ সম্প্রতি, একটি ডকুমেন্টারি শ্যুটিং করছিলেন৷ অক্টোবরে একটি স্টুডিওতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =