প্রেমিকা ও মাকে ‘ছেড়ে’ উল্টো পথে বনি, যোগ দিলেন বিজেপিতে

প্রেমিকা ও মাকে ‘ছেড়ে’ উল্টো পথে বনি, যোগ দিলেন বিজেপিতে

233ae55606dcf32bd85ecfc90b6ec952

কলকাতা: মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়, দুজনেই তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। কৌশানি তো নাম লেখানোর পরেই প্রার্থী হয়ে গিয়েছেন উত্তর কৃষ্ণনগরের। তবে নিজের মা এবং প্রেমিকার পথে হাঁটলেন না বনি সেনগুপ্ত। আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগদান করলেন অভিনেতা বনি। এই সিদ্ধান্তে কার্যত নিজের বাড়িতেই বিভেদ সৃষ্টি করে ফেললেন তিনি। 

বেশ কয়েকদিন আগেই জল্পনা চলছিল যে কৌশানী মুখোপাধ্যায়ের প্রেমিক বনি সেনগুপ্ত বিজেপি শিবিরের নাম লেখাবেন। কিন্তু কৌশানি এবং বনির মা পিয়া সেনগুপ্ত তৃণমূল শিবিরে নাম লেখানোর পর অনেকে হয়তো ভেবেছিলেন বনিও হয়তো সেই পথে হাঁটবেন। কিন্তু আপাতত সেই জল্পনায় ইতি টানলেন বনি নিজে। আজ গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। যশ দাশগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তী, পায়েল সরকার থেকে শুরু করে হিরণ সকলেই এখন পদ্মফুল শিবিরে। টালিগঞ্জ থেকে যারা রাজনীতিতে নাম লেখালেন তাদের মধ্যে নবতম সংযোজন বনি সেনগুপ্ত। এক কথায় বলা যায়, টলিউড থেকে রাজনীতি যোগ এখনো পর্যন্ত অব্যাহত।  পদ্মশিবিরে যোগ দিয়ে বনি বলেন, ‘‘মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মেনে চলব। জয় শ্রীরাম।”

আরও পড়ুন-  ‘নিজেকে হিন্দু প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠ করতে হচ্ছে কেন?’

ইতিমধ্যেই জানা গিয়েছে, বাংলায় ভোটের প্রচারের জন্য বিজেপির তারকা তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, সাংসদ দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও তারকাদের মধ্যে রয়েছেন, নব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *