এক ধাক্কায় অনেকটা কম ভাইরাস সংক্রমণ! স্বস্তি পেল পশ্চিমবঙ্গ

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কমেনি গোটা দেশ তথা বিশ্বের।

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কমেনি গোটা দেশ তথা বিশ্বের। এদিকে বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের ভাইরাস পরিস্থিতি খুব বেশি বদলাইনি। তবে এবার আসা দেখতে শুরু করেছে বঙ্গবাসী। কারণ, শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাঁচ সপ্তাহের সবচেয়ে কম সংক্রমণ হয়েছে গত রবিবার। সংখ্যাটা ৩০,০০০-এর নিচে। 

তথ্য বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৯,৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত হয়েছেন ৩, ০৫৩ জন। যা শেষ কিছুদিনের তুলনায় অনেকটাই কম। সেই সঙ্গে একদিনে সুস্থ হয়েছেন রাজ্যের প্রায় সাড়ে চার হাজার মানুষ।পরিসংখ্যান অনুযায়ী, এদিনের করোনা আক্রান্তদের মধ্যে ৭১৩ জন কলকাতা। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে।দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।  সেখানে নতুন করে সংক্রমিত ৭০১ জন। তৃতীয় স্থানে হুগলি। সেখানে একদিনে আক্রান্ত ২৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪, ৩১, ৫৫১। যদিও অন্যান্যদিনের তুলনায় এদিনের সংক্রমণের হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন বাংলার ৫১ জন। তাঁদের মধ্যে ১৮ জনই কলকাতার। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন বাংলার ৪, ৪৮০ জন। এদের মধ্যে ৮৭২ জনই কলকাতার।সবমিলিয়ে, বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা ৩, ৯৪, ৫৭৬। 

অন্যদিকে, গত চার মাসে সবচেয়ে নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার মানুষ। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা হয়েছে ৮৮.৪৫ লাখ। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০,৫৪৮ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৮৮,৪৫,১২৭ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৬৫,৪৭৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮২,৪৯,৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩,৮৫১ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৩.২৭%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩০,০৭০।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার বলেছে, ‘বিভিন্ন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। তাই এই পরিসংখ্যান যথেষ্ট গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =