বাঁকুড়া: আগামী আরও দু’সপ্তাহ আপাতত জেল হেফাজতেই কাটাতে হবে টেণ্ডার দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্য দুই অভিযুক্ত দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে। পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।
টেণ্ডার দুর্নীতি কাণ্ডে গত ২২ অগাস্ট গ্রেফতার হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দু’দফা পুলিশি হেফাজত শেষে গত ২৯ অগাস্ট তাঁকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিষ্ণুপুর মহকুমা আদালত। এর মধ্যেই গত ২৫ অগাস্ট টেন্ডার দুর্নীতি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন ওভারসিয়র দিলীপ গরাই ও শ্যাম ঘনিষ্ট রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ২৮ অগাস্ট গ্রেফতার করে পুলিশ৷
আদালতের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এদিন মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্য দুই সহযোগী দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ফের পুলিশ আদালতে তোলে। সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস এদিন এবিষয়ে বলেন, ‘‘তদন্ত চলছে। এখনও হিসাব বহির্ভূত টাকা ও সম্পত্তির সবটা উদ্ধার হয়নি৷ তা উদ্ধারের চেষ্টা চলছে। বিচারক জামিন না মঞ্জুর করে আগামী ২৩ সেপ্টেম্বর অভিযুক্তদের ফের আদালতে তোলার নির্দেশ দিয়েছেন৷’’
তদন্তে নেমে ইতিমধ্যে বিষ্ণুপুরের একটি ব্যাঙ্কের লকার থেকে প্রচুর সোনার হদিশ পেয়েছেন তদন্তকারীরা৷ হদিশ মিলেছে শ্যামাপ্রসাদবাবুর নামে, বেনামে থাকা প্রচুর জমিরও৷ যার বাজার মূল্য কয়েক কোটি টাকা৷ পুলিশের এক কর্তার কথায়, ‘‘তদন্ত তো সবে শুরু হয়েছে৷ এখনও অনেক কিছু উদ্ধার হতে বাকি আছে৷ তদন্তের গতি প্রকৃতি অন্তত তেমনটাই দাবি রাখে৷’’