সাগর দত্ত হাসপাতালে ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ

কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল হাসপাতালের চিকিৎসক রৌনক হাজারির বিরুদ্ধে৷ যৌন হেনস্থার শিকার হলো সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল প্যারামেডিক্যালের ছাত্র কৌশিক সিং (পরিবর্তিত নাম)৷ নির্যাতিত ছাত্র ওই চিকিৎসকের বিরুদ্ধে বেলঘরিয়া থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তিনি জানিয়েছেন, ১০ জানুয়ারি সন্ধেবেলা ডক্টরস কোয়াটার্সে কৌশিককে ডাকেন

সাগর দত্ত হাসপাতালে ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ

কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল হাসপাতালের চিকিৎসক রৌনক হাজারির বিরুদ্ধে৷ যৌন হেনস্থার শিকার হলো সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল প্যারামেডিক্যালের ছাত্র কৌশিক সিং (পরিবর্তিত নাম)৷ নির্যাতিত ছাত্র ওই চিকিৎসকের বিরুদ্ধে বেলঘরিয়া থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

তিনি জানিয়েছেন, ১০ জানুয়ারি সন্ধেবেলা ডক্টরস কোয়াটার্সে কৌশিককে ডাকেন চিকিৎসক রৌনক৷ এরপর সেখানেই তাঁর উপর যৌন নিগ্রহ চলে বলে অভিযোগ৷ সন্ধে ৬টা থেকে ৮টা-২০ মিনিট পর্যন্ত যৌন হেনস্থার শিকার হয় ছাত্রটি। তাঁকে ভয় দেখানো হয় সে প্রভাবশালী বলে। এই ঘটনার পরে আবারও তাঁকে ২দিন ডেকে পাঠায়। রৌনকের ডাকে সাড়া না দেওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সেলের সঙ্গে অভিযুক্ত ডাক্তার সক্রিয়ভাবে জড়িত বলে জানা গিয়েছে। আগরপাড়ার একটি মেসে থেকে পড়াশোনা করেন কৌশিক সিং। সেদিন ভয়ে এবং লজ্জায় সে ২দিন কলেজ যায়নি। তিনি জানিয়েছেন, সে দিন বিষয়টি চেপে গেলেও মেসের সিনিয়রদের পরে এই ঘটনার কথা জানান তিনি। সিনিয়রদের সাথে কথা বলে তাঁদের সহযোগিতায় ছাত্রটি বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে এবং তার সাথে কলেজ সুপার এবং প্রিন্সিপাল সহ সাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − three =