বাঙ্গুরে বৃদ্ধা খুনের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

বাঙ্গুরে বৃদ্ধা খুনের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

কলকাতা: বাঙ্গুরে বৃদ্ধা খুনের ঘটনায় ভিন রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ।  পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই বাঙ্গুর বি ব্লক থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়৷ যার জেরে এলাকায় ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য৷

তদন্তে উঠে আসে মৃত দিপা মুখোপাধ্যায় মৃত্যুর কিছুদিন আগে এক ব্যক্তিকে বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমানে উঠে আসে লুঠপাটের জন্যে একের বেশি ব্যক্তি মিলে এই হত্যা কাণ্ড ঘটিয়েছে। তদন্ত শুরু করে ১০ দিনের মধ্যে উত্তর প্রদেশ থেকে এই কাণ্ডের মূল পান্ডা দীনেশ প্রসাদকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে ওই ব্যক্তির সঙ্গে বৃদ্ধার মুম্বাইয়ে পরিচয় হয়। তিনি রান্নার লোক হিসাবে মহিলার বাড়িতে যুক্ত হন। এরপরই লুঠপাটের জন্য মহিলাকে খুন করেন অভিযুক্ত।

তবে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় বলেই পুলিশের মনে হয়। পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে আরও এক ব্যক্তির যোগ। বৃদ্ধাকে হত্যার দিন তার এক বন্ধুকে বাঙ্গুরের বাড়িতে নিয়ে আসে দীনেশ। বৃদ্ধাকে দু’জন মিলে খুন করে বলেও পুলিশের জেরায় স্বীকার করে অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর। সেই দ্বিতীয় ব্যক্তির খোঁজ শুরু করে গতকাল পাঞ্জাব থেকে অভিযুক্ত ইন্দ্র পালকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে হত্যার সময় পা চেপে ধরে রেখেছিল এবং গলায় গামছা বেঁধে মহিলাকে খুনে সাহায্য করেছিল। আজ পাঞ্জাব থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার পিছনে মূল উদ্দেশ্য কি ছিল তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 2 =