হুগলি: হুগলির পাণ্ডুয়ায় সিপিএম বুথ এজেন্টের বাড়িতে চড়াও হয়ে মারধোর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, বড় মসজিদতলায় আব্দুল রেজ্জাক এবং শেখ ইসরাফিলের বাড়িতে গতকাল গভীর রাতে চড়াও হয় বেশ কয়েকজন। বাড়ির গেট ভেঙে তাঁদের ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ।
এলাকার ৬৫ ও ৬৬ নম্বর বুথে সিপিএম প্রার্থী প্রদীপ সাহার এজেন্ট ছিলেন আব্দুল এবং ইসরাফিলরা। ঘটনার পরই আজ বাম প্রার্থী আক্রান্ত এজেন্টদের বাড়িতে যান। প্রদীপবাবুর অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিতরা দুষ্কৃতীরা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।