উত্তরে নাগাড়ে বৃষ্টি, গরমে গলদঘর্ম দক্ষিণবঙ্গ, কবে নামবে বৃষ্টি? যা বলছে হাওয়া অফিস

কলকাতা: মৌসুমি বায়ুর দাপটে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নেমেছে৷ গোটা মাস জুড়েই চলছে বৃষ্টির দাপট৷ এদিকে, এক ফোঁটা বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।…

কলকাতা: মৌসুমি বায়ুর দাপটে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নেমেছে৷ গোটা মাস জুড়েই চলছে বৃষ্টির দাপট৷ এদিকে, এক ফোঁটা বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ। যদিও খাতায়কলমে বৃষ্টি ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে৷ তবুও তার দেখা নেই বললেই চলে।বদলে সকাল থেকেই খটখটে রোদ৷ মাঝেমধ্যে আকাশে মেঘেরা উঁকি দিলেও, বৃষ্টি হচ্ছে না৷ তার উপর জলীয় বাষ্পের বাড়বাড়ন্তের জেরে সারাক্ষণই প্যাঁচপ্যাঁচে ভাব৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে৷ কবে হবে হাওয়া বদল? জানিয়ে দিল আবহাওয়া দফতর৷

আলিপুর জানাচ্ছে, গরমের হাত থেকে শীঘ্রই মিলবে মুক্তি৷ জুনের শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্ষা ঢুকে পড়েছে৷ শুক্রবার থেকেই মিলতে পারে বৃষ্টির দেখা৷ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির শুরু হতে পারে।

তার আগে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেইসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া৷ বৃহস্পতিবার ও শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ রবিবারও এই তিন জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই দু’দিন তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ এরপর ১ এবং ২ জুলাইও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির ধারা জারি থাকবে।

এদিকে, বুধবার সকালে কলকাতার আকাশ মূলত ছিল পরিষ্কার৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ খানিকটা মেঘলা হয়। শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে পারে কলকাতায়৷ সপ্তাহান্তে হতে পারে ভারী বৃষ্টি৷

 

দক্ষিণে বৃষ্টির জন্য এখন শুধুই অধীর অপেক্ষা৷ তবে উত্তরে ধুন্ধুমার ব্যাটিং মৌসুমি বায়ুর৷ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৭ জুন, বৃহস্পতিবার থেকে ৩০ জুন, রবিবার পর্যন্ত পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ১ এবং ২ জুলাই উত্তরের সব জেলাতেই বৃষ্টি হবে৷

 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷  যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়াও আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের মতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *