বেপরোয়া পুলকারে দুর্ঘটনা, সবুজ পথে রক্ষা ৩ পড়ুয়ার জীবন

বেপরোয়া পুলকারে দুর্ঘটনা, সবুজ পথে রক্ষা ৩ পড়ুয়ার জীবন

হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে পুলকার পড়ল নয়ানজুলিতে। বৃহস্পতিবার শ্রীরামপুর থেকে চুঁচুড়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালক-সহ ১৬জন জখম হয়েছেন। এদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। প্রথমে তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গ্রিন করিডোর দিয়ে তাদের কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক তিন পড়ুয়া হলেন, ঋষভ সিং, দিব্যাংশ ভগত ও অমরজিৎ সাহা।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুলকারের পড়ুয়ারা একটি ইংরেজি মাধ্যম স্কুলের। অন্যান্য দিনের মতো এদিন শ্রীরামপুর থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ের দিকে যাচ্ছিল ওই পুলকার। হুগলির পোলবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ছুটে যান। চালক-সহ জখমদের নিয়ে যাওয়া হয় ইমামবারা হাসপাতালে। পড়ুয়াদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কলকাতায় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। প্রশাসন দ্রুত গ্রিন করিডোরের ব্যবস্থা করে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুরার বিধায়ক অসিত মজুমদার। কলকাতার এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *