উড়ালপুল থেকে সোজা নীচে ১০ চাকার লরি!

উড়ালপুল থেকে সোজা নীচে ১০ চাকার লরি!

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে বড় দুর্ঘটনা। সেতুর ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফুড কর্পোরেশনের একটি লরি ডাকঘর মোড়ের কাছে নীচে পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ৫.১৫ নাগাদ।

আরও পড়ুন- ত্রিপুরা ‘দখলে’ এবার তৃণমূলের ভরসা দেব? সফরের সম্ভাবনা

যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় সেতুর নীচে কোনও গাড়ি না থাকায় আরও বড় দুর্ঘটনা ঘটেনি। নাহলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল। এক্ষেত্রে লরি চালক সামান্য আহত হলেও অন্য কেউ আহত বা নিহত হয়নি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আছিপুরের ফুড কর্পোরেশনের গোডাউনে রেশন সামগ্রী নামিয়ে তারাতলার দিকে যাচ্ছিল। সম্ভবত গাড়ির কোন যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। মহেশতলা থানার পুলিশ আপাতত বিবিটি রোডের একটি লেন অস্থায়ীরূপে বন্ধ করে রেখেছে। ঘটনাস্থলে একটি ব্রেকডাউন ভ্যানকে ডাকা হয়েছে।

আরও পড়ুন- লক্ষ্য আদিবাসী উন্নয়ন, বৈঠকে ‘চেয়ারপার্সন’ মমতা

বেশ কয়েকটি দুর্ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে এই উড়ালপুল নিয়ে সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের চিন্তা বেড়েই চলেছে স্বাভাবিকভাবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 20 =