কলকাতা: বান্ধবীকে নিয়ে বাইক চালিয়ে সাইন্স সিটির দিক থেকে পার্ক সার্কাস আসছিলেন বছর ৩৫-এর অরিজিত। বাইক চালাতে চালাতেই একটি ফোন আসে তার। মা উড়ালপুল এ থাকাকালীন তিনি বাইক এক সাইডে দাঁড় করিয়ে ফোনটি ধরেন। তবে সেই ফোন ধরাই কাল হল। পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় সোজা উড়ালপুল থেকে নিচে পড়লেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে মা উড়ালপুলে। অরিজিতের বান্ধবী গুরুতর আহত।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে মা উড়ালপুল দিয়ে আসার সময় ফোনে কথা বলার জন্য উড়ালপুলের সাইডে দাঁড়িয়ে ফোন ধরেন সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মিত্র। তবে সেই সময় হঠাৎ পেছন থেকে একটি বড় গাড়ি এসে ধাক্কা মারে তার বাইকটিকে। সেই ধাক্কার কারণে উড়ালপুল থেকে সরাসরি নিচে পড়ে যান অরিজিত। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। তবে তার বান্ধবী দুহিতা গুরুতর চোট পেলে আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তি সাগরদত্ত হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। এ দিকে যে গাড়িটি তার বাইককে ধাক্কা মেরেছিলো সেটিকে ইতিমধ্যেই আটক করেছে তিলজলা থানার পুলিশ।
দুর্ঘটনা এবং মা উড়ালপুল যেন সমার্থক। এর আগে একাধিকবার এই উড়ালপুলে দুর্ঘটনার খবর সামনে এসেছে। কখনো গাড়ির গতি, আবার কখনো মাঞ্জার সুতোয় অঘটন। এদিন বাইক চালাতে চালাতে ফোন না ধরলেও অবশেষে ফোন ধরাই কাল হয়ে গেল অল্প বয়সী এই যুবকের।