কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই নিভল জীবনপ্রদীপ। পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়ায় হুগলির আরাগবাগের মাদারচক এলাকায়। শোকস্তব্ধ গোটা পরিবার। মৃত ছাত্রের নাম শেখ মইদুল।
হুগলির আরামবাগের বাসিন্দা মইদুল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পড়াশোনার ফাঁকেই বাইক নিয়ে দুধ কিনতে বেরিয়েছিল সে। কিন্তু, কেউ ভাবতেও পারেনি যে এত বড় বিপদ আসতে চলেছে। বাড়ির কাছেই একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মইদুলের বাইকের। রাস্তায় ছিটকে পড়ে সে৷ রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে তড়িঘড়ি আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।