আবু তাহেরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, মুর্শিদাবাদে চাঞ্চল্য

আবু তাহেরকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, মুর্শিদাবাদে চাঞ্চল্য

রানিনগর: ভোট সপ্তমীর সকালেই রানিনগরে দুই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের ওই নেতার অভিযোগ ছিল, হঠাৎ কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে ঢুকে দেদার ভাঙচুর চালায়। সেই ঘটনার প্রেক্ষিতে ওই তৃণমূল নেতার বাড়িতে গেলে আবু তাহেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হল। স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ বলে খবর।

ঘটনাস্থল পরিদর্শনে গেলে ওই তৃণমূল নেতার পরিবারের সদস্যরা আবু তাহেরকে সেখানে ঢুকতে বাধা দেন এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অভিযোগ উঠছে, আবু তাহেরের জন্য সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনরকম সাহায্য পাচ্ছেন না, তিনি তাদের কাউকে আশ্রয় দিতে পারছেন না। একইসঙ্গে আবু তাহেরকে দুর্নীতির নেতা বলেও কটাক্ষ করা হয়। সব মিলিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই ঘটনায় আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিষয়টা প্রকাশ্যে চলে এলো।

উল্লেখ্য, যে তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব চলেছে তার পাশেই রয়েছে বুথ। তৃণমূল কংগ্রেসের ওই নেতা এবং তার স্ত্রীয়ের অভিযোগ, তাদের বাড়িতে আচমকা ঢুকে কেন্দ্রীয় বাহিনী এই তাণ্ডব চালায় এবং তারা এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টের প্ররোচনার প্রেক্ষিতে। অভিযোগ করা হয়েছে, আচমকা বাড়িতে ঢুকে আলনা থেকে শুরু করে বাসন, জামা কাপড় থেকে শুরু করেছে আর সমস্ত কিছু বাড়ির বাইরে ফেলে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। যদিও কেন্দ্রীয় বাহিনী তরফে জানানো হয়েছে, বুথের ভেতরে তৃণমূল কংগ্রেসের এজেন্ট মানুষকে দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় ভোট দিতে হবে। সেই প্রেক্ষিতেই গন্ডগোল শুরু হয়। পাশাপাশি বিজেপি দাবি করছে, ওই বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং মারধর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *