কুন্তলের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতির আবেদন, বিচারপতির সিনহার দ্বারস্থ অভিষেক

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে আগামীকাল। এর আগে এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে ভর্ৎসনা করেছিলেন কারণ তারা নিজেরা এই মামলায় যুক্ত হননি। তারপর অভিষেক নিজে মামলায় যুক্ত হয়ে এবার আবেদন করলেন যাতে ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অভিষেকের বক্তব্য, ওই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই।
এর আগে এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে ভর্ৎসনা করেছিলেন কারণ তারা নিজেরা এই মামলায় যুক্ত হননি। তারপর অভিষেক নিজে মামলায় যুক্ত হয়ে এবার আবেদন করলেন যাতে ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অভিষেকের বক্তব্য, ওই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই। আসলে কুন্তল ঘোষের চিঠি মামলায় পার্টি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। অভিষেক এই মামলায় তাঁর বক্তব্য জানাতে পারবেন কিন্তু জিজ্ঞাসাবাদের ওপর কোনও স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানান বিচারপতি। এখন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন অভিষেক।
কুন্তল ঘোষ বারবার দাবি করেছেন যে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে জোর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে। এই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে তারা চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু টিভি সাক্ষাৎকার ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে এই মামলা সরে যায় বিচারপতির কাছ থেকে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু পরবর্তী বিচারপতি অমৃতা সিনহাও জিজ্ঞাসাবাদের ওপর কোনও স্থগিতাদেশ দেননি এখনও।