যাঁরা ঢুকছে প্রায়শ্চিত্য করে! গদ্দারদের আর ঢুকতে দেব না, হুঙ্কার অভিষেকের

যাঁরা ঢুকছে প্রায়শ্চিত্য করে! গদ্দারদের আর ঢুকতে দেব না, হুঙ্কার অভিষেকের

খড়দা:  খড়দায় ভোট প্রচারে এসে আরও একবার বিশ্বাসঘাতকদের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কোনও ভাবেই আর গদ্দারদের ফেরানো হবে না বলে হুঙ্কার দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ 

আরও পড়ুন- বাংলাদেশের ঘটনাকে পলিটিক্যাল মাইলেজ দিতে চাইছে BJP, তোপ অভিষেকের

এদিন শোভনদেব চট্টপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে অভিষেক বলেন, এত ভালো বিধায়ক কেউ পাবে না৷ তিনি আরও বলেন, এই ভোট শুধুমাত্র খড়দার উন্নয়নের জন্য নয়৷ বাংলার উন্নয়নের জন্য৷ খড়দা কোনও বিধায়ক নির্বাচিত করে না৷ মন্ত্রী নির্বাচিত করেন৷ অভিষেকের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন৷ বিধানসভা ভোটে ২১৩টি আসনে তৃণমূল জয়ী হয়েছিল৷ ভোটের পর বিজেপি থেকে আরও চার-পাঁচ জন বিধায়ক চলে এসেছেন৷ অনেকেই ভাবছেন আবার যদি বিজেপি’র গদ্দাররা ঢুকে পড়ে! কিন্তু কোনও ভাবেই তাঁদের ঢুকতে দেব না৷ আমি আছি৷ আর যাঁরা আসছে তাঁদের অনেক প্রায়শ্চিত্য করিয়ে ঢোকাচ্ছি৷ কোনও কিছু সস্তা নয়৷’ 

অভিষেক বলেন, ‘দলনেত্রীর পা ধরে বলেছি, কর্মীদের আবেগকে মান্যতা দিয়ে আর যাই হোক বিশ্বাসঘাতকদের তৃণমূলে ঢুকতে দেব না৷ পাঁচজন বিধায়ক ঢুকেছে৷ দরজা খুললে বিজেপি’র দলটাই উঠে যাবে৷ কিন্তু দলের কর্মী ও সাধারণ মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আমরা দরজা বন্ধ করে রেখেছি৷ এই তৃণমূল আগের তৃণমূলের চেয়ে আলাদা৷’ তাঁর হুঙ্কার, এবারের তৃণমূল বিজেপি’র বিরুদ্ধে লড়াই করে ২১৩টি আসন জিতেছে৷ ২০২৪-এও বিজেপি’র বিরুদ্ধে লড়ে বিজেপি’কে দিল্লি ছাড়া করবে৷ তাঁর কথায়, বিজেপি এত বড় দল৷ তাদের হাতে ইডি, সিবিআই অনেক কিছু আছে৷ আমরা ছোট দল হয়েও ওদের বাংলায় গো হারা করে দিয়েছি৷ বাংলার উপনির্বাচনে ৪-০ করার পর গোয়া আর ত্রিপুরা৷ এর পর মেঘালয় ও উত্তরপ্রদেশেও ঢুকবে তৃণমূল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =