বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস, ওদের একটি ভোটও নয়: অভিষেক

বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস, ওদের একটি ভোটও নয়: অভিষেক

নদিয়া: বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস৷ এরা সব সময় সিবিআইকে দিয়ে ভয় দেখাতে চাই৷ মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি৷ তাই বিজেপিকে একটা ভোট নয়। এদিন নদীয়ার শান্তিপুরে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জনসভায় উপস্থিত হয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যের বিরোধী দল বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ৩০ অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে হাতেগোনা কয়েকটি দিন সব রাজনৈতিক দলগুলোই তাদের সর্ব বৃহৎ শক্তি নিয়ে প্রচারের ময়দানে নেমেছেন। এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে একটি প্রকাশ্য সমাবেশে যোগদান করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন সিবিআই এর ভয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি চুপ করে বসে আছে। কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিও তারা আটকাতে পারছে না।

অভিষেকের কথায়, ‘‘মানুষের আবেগের সঙ্গে বেইমানি করব না। সবাইকে বলব এটা শুধু শান্তিপূর্ণ নির্বাচন নয়, গোটা ভারত বর্ষ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে। ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা আওয়াজ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই শান্তিপুরে অনেক উন্নয়ন করেছি। দিপুর হাসপাতালকে ইতিমধ্যেই এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে শান্তিপুরের স্টেডিয়ামে 8 কোটি টাকার কাজ চলছে। দিনের মধ্যেই স্টেডিয়াম উদ্বোধন হবে।’’

এরপরই শান্তিপুরবাসীকে মনে করিয়ে দিয়েছেন, ‘‘আপনারা ওদের জিতিয়ে ছিলেন৷ কিন্তু ওরা আপনাদের রায়কে প্রত্যাখ্যান করেছে৷ আসলে লালসার কারণে বিধায়ক পদ ছেড়েছেন জগন্নাথ-নিশীথ৷ তাই বিজেপিকে একটি ভোটও নয়৷’’  অভিযোগ করেছেন, ‘‘বিজেপির জন্যই রাজ্যের এই দুই কেন্দ্রে নির্বাচন৷ দিনহাটা ও শান্তিপুরের মানুষ ওদেরকে আর্শীবাদ করেছিল৷ কিন্তু ওরা মানুষের সেই আর্শীবাদের মর্যাদা রাখেনি৷ মানুষের রায়কে প্রত্যাখ্যান করেছে৷ আপনারা নিজেরাই সেটা দেখতে পেলেন৷ ভোট দিয়ে জেতালেন৷ অথচ এমনই লালসা, যে জগন্নাথ-নিশীথেরা পালিয়ে গেল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =