কলকাতা: কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক-পত্নী। বুধবার তলবের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। শিশু পুত্রকে কোলে নিয়েই সিবিআই দফতরে আসেন রুজিরা৷ সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসারদের বিশেষ দল।
আরও পড়ুন- ক্ষমা না চাইলে দু’কোটি টাকার মানহানির মামলা, লকেটকে আইনি চিঠি পাঠালেন বেচারাম
কয়েক দিন আগেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তাঁদের হাতে এসেছে৷ সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক জায়াকে
কয়লাপাচার-কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এর আগে একাধিক বার দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন তিনি৷ জার জন্য তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। এর আগেও অভিষেকের বাড়িতে গিয়ে একবার রুজিরাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছিলেন সিবিআই-এৎ অফিসাররা। কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই দফকর থেকে বেরিয়েই বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>