Aajbikel

ব্রেকিং: CBI তলব এড়াতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

 | 
অভিষেক

কলকাতা: কুন্তল ঘোষের চিঠি মামলায় তাঁকে তলব করেছে সিবিআই৷ সেই তলব এড়াতে তড়িঘড়ি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে৷ আপাতত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রায় রাজ্যের জেলায় জেলায় ঘুরছেন অভিষেক৷ সেই সফর স্থগিত রেখেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। কিন্তু তাঁর আগেই ডিভিশন বেঞ্চে গেলেন তাঁর আইনজীবীরা৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ থেকে মামলা রিলিজ করে দেওয়া হয়েছে৷ 

এদিন সমন পেয়েই অভিষেক বাঁকুড়া থেকে বলেন, ‘‘আজকেই ফিরে যাচ্ছি।’’ এর আগেই অভিষেক জানিয়েছিলেন,  তদন্তকারী সংস্থা তলব করলে দলের কর্মসূচি স্থগিত রেখেই হাজিরা দেবেন। তদন্তে সব রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত৷ 

 শুক্রবার সকালে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্ট।  শুনানিপর্বে অভিষেকের আইনজীবী হাই কোর্টকে পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন। একই সঙ্গে অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ারও আর্জি জানানো হয়। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা যাতে চরম পদক্ষেপ করতে না পারে, সেই আবেদনও জানানো হয়৷

কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হার একক বেঞ্চ জানায়, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে।  তার পরেই আসে তলব৷ অভিষেক সেই ডাকে সাড়া দেবেন বলে জানালেও, হাজিরা এড়াতে ডিভিশন বেঞ্চে গেলেন তাঁর আইনজীবীরা৷ 

Around The Web

Trending News

You May like