‘বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী’, বঙ্গ বিজেপি নেতৃত্বকে তুলোধোনা অভিষেকের

‘বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী’, বঙ্গ বিজেপি নেতৃত্বকে তুলোধোনা অভিষেকের

95fce8a45089503f29cc7294b235fc7c

 কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ অন্যদিকে, গরু পাচার মামলায় জেলে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল৷ শাসকদলের আরও অনেকে গ্রেফতার হতে পারেন বলেও সুর চড়িয়েছে বিরোধীরা৷ এমতাবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর পাশাপাশি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকেও তুলোধোনা করলেন তিনি। 

আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার তাঁর নাম! ‘মামলা আন্তর্জাতিক আদালতে হোক’, কটাক্ষ মমতার

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘ওঁরা কখনও নাম নিয়ে কথা বলেন না, কারণ ওঁদের বুকের পাটা নেই। আমি নাম নিয়ে বলছি, বেইমান, গদ্দার, ঘুষখোর শুভেন্দু অধিকারী। বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা কর।’

সুর চড়িয়ে অভিষেক আরও বলেন, বিজেপি তাঁকে ‘তোলাবাজ’ বললে তিনি হাইকোর্টে যাবেন। তিনি একহাত নেন রাজ্য বিজেপি নেতৃত্বকেও৷ তিনি বলেন, ‘ভাববাচ্যে কথা তো সবাই কথা বলতে পারে, ভাববাচ্যের কী ক্ষমতা আছে? আমি নাম নিয়ে বলছি, দিলীপ ঘোষ গুণ্ডা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গদ্দার। এরা বাংলাকে ভাগ করতে চায়। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করবেন।’