আগরতলা: তিনি এলেন, টানা থানায় ঘাঁটি গেড়ে বসে রইলেন, উঠলেন ছাত্র-যুব নেতাদের জামিনের খবর শোনার পর৷ এবং তারপরই সংবাদ মাধ্যমের সামনে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন ত্রিপুরায়৷ তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘‘বিজেপি কি বাবার সম্পত্তি পেয়েছে নাকি? ত্রিপুরায় গণতন্ত্র নেই৷ মারধরের পর আমাদের নেতা, কর্মীদের গ্রেফতার করা হল৷ অথচ ন্যূনতম মেডিক্যাল পরিষেবাও দেওয়া হয়নি তাঁদের৷’’
পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন অভিষেক৷ বলেছেন, ‘‘বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের কথা বলেছিল৷ কিন্তু উন্নয়ন তো দূরে থাক আইন শৃঙ্খলাও নেই৷ তবে সংবিধানের প্রতি, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে৷ গণতান্ত্রিক পথে, আইনের আশ্রয় নিয়েই তা ফেরানো হবে৷’’ শনিবার ত্রিপুরায় হামলা হয় তৃণমূলের ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে৷ ওই ঘটনায় আক্রান্তকারীদেরই গ্রেফতারের প্রতিবাদে তপ্ত হয়ে উঠে ত্রিপুরার রাজনৈতিক জমি৷
এদিন বিকেলে ধৃত ১৪ নেতা আদালত থেকে জামিনে মুক্তি পান৷ এর পরই বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক৷ বিপ্লব দেবের জমানা খতম করতে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেক বলেছেন, ‘‘এ বার থেকে সপ্তাহে তিন দিন আসব ত্রিপুরায়৷ যত দিন না এখান থেকে বিজেপি সরকারকে উৎখাত করছি, তত দিন আসতেই থাকব। দেখা যাক, কার জেদ বেশি।’’
অভিষেক থানায় বসে থাকাকালীন বাইরে বিক্ষোভরত বিজেপি কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন৷ উত্তপ্ত পরিস্থিতির আঁচ পেয়ে থানার গেট লাগিয়ে দেয় পুলিশ। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ একাধিক নেতা কর্মীর ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিপ্লব দেবের কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা।