খড়দা: দুর্গা পুজোর অষ্টমীতে বাংলাদেশে মণ্ডপে ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দুই বাংলায়৷ কিন্তু বাংলাদেশ ইস্যুতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিবৃতি দিলেন না, তা নিয়ে তোপ দেগেছে বিজেপি৷ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মদুমদার খোঁচা দিয়েছেন সকলেই৷ এদিন খড়দায় ভোট প্রচারে এসে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- কংগ্রেসকে ‘NOTA’র সঙ্গে তুলনা, তুলোধোনা অভিষেকের
এদিন অভিষেক বলেন, ‘‘এটা সম্প্রীতির বাংলা৷ এই বাংলায় বিভাজন হবে না৷ একটা রাজনৈতিক দল কতখানি নির্লজ্জ হতে পারে যে, তারা বলছে বাংলাদেশের ঘটনার জন্য বিজেপি শান্তিপুরে তিনগুণ ভোটে জিতবে৷ বাংলাদেশে যে ভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তাকে কি আপনারা রাজনৈতিক ভাবে মাইলেজ দিতে চান?
যাঁরা মানুষের অত্যাচারকে নিজেদের স্বার্থে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের বাংলায় এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷’’
অভিষেক আরও বলেন, খড়দা কেন্দ্রে বিজেপি যাঁকে প্রার্থী করেছেন তিনি হাস্যকর৷ কারণ বিজেপি’র প্রার্থী হয়ে তিনি কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছেন৷ নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষের ছবি না লাগিয়ে কাজল সিনহার ছবি নিয়ে ঘুরছেন তিনি৷ যার অর্থ মোদী-শাহ বা দিলীপ ঘোষের উপর তাঁর আস্থা নেই৷ আস্থা রয়েছে কাজল সিনহার উপর৷