Aajbikel

ছয় হাজার পাতার নথি জমা দিয়ে এক ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন অভিষেক

 | 
অভিষেক

কলকাতা: সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, আগেও তদন্তে সহযোগিতা করেছি৷ আগামী দিনেও করব৷ ফের যেদিন ডাকবে, সেদিন আসব৷ 

 বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে সিজিওতে এসে পৌঁছন অভিষেক৷ দুপুর ১২টা বেজে ৬ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন। ইডি দফর থেকে বেরিয়েই অভিষেক বলেন, ‘‘৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে কিছুটা সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডাকা হবে।’’ সেই সঙ্গে অভিষেক আরও বলেন, ‘‘আমি চাইলে আদালতের নির্দেশ মেনে শুধু নথিপত্র পাঠিয়েই দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকনোর কিছু নেই। যত বার ডাকবে তত বার আসব।’’ তাঁর কথায়, “বারবারই বলেছি। আজও সে কথা বলে এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে আগেও সাহায্য করেছি। ভবিষ্যতেও করব। নবজোয়ার কর্মসূচির মাঝেও আমি এসেছি।”

বুধবারই সমন পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ বৃহস্পতিবার বেলা ১১টার সময় অভিষেককে আসতে বলা হয়েছিল৷ বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা সিজিও কমপ্লেক্স৷ সময় মতোই হাজিরা দেন তিনি৷ তবে এবার আর দীর্ঘ দেরা নয়৷ একঘণ্টার মধ্যেই বেরিয়ে আসেন অভিষেক৷ 

Around The Web

Trending News

You May like