তৃণমূলের ব্রিগেড সমাবেশে বিজেপিকে আহ্বান অভিষেকের

বাঁকুড়া: তৃণমূলের ডাকা ১৯ জানুয়ারির ব্রিগেড সভায় দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য রাখতে বিজেপি নেতৃত্বকে পরামর্শ দিলেন অভিষেক বন্দোপাধ্যায়৷ বুধবার বাঁকুড়ার ছাতনা বাইপাস সংলগ্ন মাঠে হুমকির সুরে তিনি যুব সভাপতি বলেন, ‘‘ভারতবর্ষের আগামী রাজনীতি কোন খাতে বইবে তা ব্রিগেড সভাতেই স্থির হয়ে যাবে৷ দেশের তাবড় নেতারা তো থাকবেনই, সেই সঙ্গে একদা বিজেপি শিবিরের দুই মহারথী

তৃণমূলের ব্রিগেড সমাবেশে বিজেপিকে আহ্বান অভিষেকের

বাঁকুড়া: তৃণমূলের ডাকা ১৯ জানুয়ারির ব্রিগেড সভায় দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য রাখতে বিজেপি নেতৃত্বকে পরামর্শ দিলেন অভিষেক বন্দোপাধ্যায়৷ বুধবার বাঁকুড়ার ছাতনা বাইপাস সংলগ্ন মাঠে হুমকির সুরে তিনি যুব সভাপতি বলেন, ‘‘ভারতবর্ষের আগামী রাজনীতি কোন ‌খাতে বইবে তা ব্রিগেড সভাতেই স্থির হয়ে যাবে৷ দেশের তাবড় নেতারা তো থাকবেনই, সেই সঙ্গে একদা বিজেপি শিবিরের দুই মহারথী শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহাও উপস্থিত থাকবেন৷’’ প্রায় চল্লিশ মিনিটের ভাষণে তিনি বিজেপির সমালোচনা ও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের দিক তুলে ধরেন৷

এদিন অভিষেকের সভাকে কেন্দ্র করে সারা ‌ছাতনাজুড়ে নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়৷ যান চলাচলে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন স্থানে ব্যারিকেড গড়ে তোলায় জনজীবনে ব্যপক ক্ষোভ দেখা দেয়৷ এদিনের সভায় তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ-সহ জেলার প্রায় সমস্ত বিধায়ক থেকে জেলা নেতারা উপস্থিত ছিলেন৷ ছাতনায় সভা সেরে অভিষেক বন্দোপাধ্যায পুরুলিয়ার উদ্দেশ্য রওনা দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =